অনলাইন সংস্করণ
১৩:৪৮, ২৯ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে তিনি তার মনোনয়নপত্র তুলে দেন।
এ সময় তার সঙ্গে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের খুলনা-২ আসনের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী এবং খুলনা-৬ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ।
মনোনয়ন জমা দেওয়ার পর মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও শঙ্কা রয়েছে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, ১০ দলীয় জোটের সঙ্গে আলোচনা করে চূড়ান্তভাবে আসন বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাকি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।
মিয়া গোলাম পরওয়ার দেশের মানুষের প্রকৃত পরিবর্তনের জন্য এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সবাইকে পরিবর্তনের পক্ষে ভোট দিতে এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান জানান।