ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মাওলানা আবদুল হালিম

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যুক্ত হয়েছে আরও একটি দল

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যুক্ত হয়েছে আরও একটি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটে নতুন করে আরও একটি রাজনৈতিক দল যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আবদুল হালিম বলেন, ১০ দলীয় নির্বাচনি সমঝোতার যে জোট গঠন হয়েছে, সেখানে আরও একটি দল যুক্ত হয়েছে। বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জামায়াতের প্রচার সম্পাদক ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি জোটে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুই দলের পাশাপাশি তৃতীয় দল হিসেবে এবি পার্টিও জোটে যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জামায়াতে ইসলামী,নির্বাচনি জোট,সমঝোতা,মাওলানা আবদুল হালিম,এবি পার্টি,রাজনৈতিক দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত