অনলাইন সংস্করণ
১৮:১১, ২৯ ডিসেম্বর, ২০২৫
শহীদ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সহানুভূতি কাজে লাগিয়ে ঢাকা-৮ সংসদীয় আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে অংশ নেবে না বলে স্পষ্ট করেছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ কখনোই ক্ষমতার হাতে বর্গা হবে না।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকলেও জনভোগান্তি কমাতে প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশন দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, রাঘব বোয়ালদের সাথে সমঝোতা করলে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের সন্ত্রাসীদের অনেককেই জামিন দেওয়া হয়েছে এবং আইন উপদেষ্টাকে ‘মাননীয়’ বলতে লজ্জা লাগে বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে সম্মান করে, তবে কায়সার কামালের বিএনপিকে নয়। জামায়াত, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই আন্দোলনে অংশ নিতে পারেন উল্লেখ করে তিনি বলেন, ইনসাফের এই লড়াই সবার, আর শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সবাইকে একাত্ম হতে হবে।
ঢাকা-৮ আসনে অযোগ্য কাউকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর বিরোধিতা করে জাবের বলেন,শহীদ ওসমান হাদির মৃত্যুর সিম্প্যাথি নিয়ে ঢাকা-৮ এ কেউ নির্বাচন করবে না। বিভিন্ন মাধ্যমে হাদিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু শুধু মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য হাদিকে ব্যবহার করা যাবে না। হাদিকে ব্যবহার করে কেউ ভোট চাইতে পারবে না। নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়া যাবে না। ইনসাফের লড়াই হাদির মত আরো জীবন গেলেও এই লড়াই চলবে।