ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে দলীয়ভাবে নানা কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফনের সময়সূচি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সংকটে, শোকে মাথার ওপর যেমন ছায়া থাকে, আজ পুরো জাতি সেই ছায়া হারিয়ে ফেললো। এই শোকের ভাষা হয় না। এই শোক ও সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য মুশকিল। তিনি আরও বলেন, চোখের সামনে সন্তানের লাশ দেখেও দেশ ও দেশের মানুষের জন্য আপস না করে দেশে থেকে সংগ্রাম করেছেন বেগম জিয়া। বারবার হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি লড়ে গেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব বলেন, বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। কেন্দ্রীয়সহ সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। ৭ দিন নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। ৭ দিন কোরআন খতম চলবে। গুলশান, নয়াপল্টন ও জেলা কার্যালয়ে শোকবই খোলা হবে। জানাজা ও দাফন পরবর্তীকালে জানানো হবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিএনপির চেয়ারপারসন,বেগম খালেদা জিয়া,মৃত্যু,শোক,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত