
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯:১৬ মিনিটে তার মরদেহ গুলশান-২ নর্থ অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।
প্রাথমিক পরিকল্পনা ছিল মরদেহটি প্রথমেই গুলশানে তার দীর্ঘকালীন বাসভবন ফিরোজায় নেওয়া হবে। কিন্তু পরে তা পরিবর্তিত হয়ে মরদেহবাহী গাড়িটি তাকে তারেক রহমানের গুলশানের বাসায় নিয়ে যায়।
এ সময় ওই বাসভবনের আশেপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নর্থ অ্যাভিনিউ সহ পার্শ্ববর্তী এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শসস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করেছেন। গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন ও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
বাসভবনের সামনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ভিড় সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।
এর আগের সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। জানা যায়, গুলশানের ওই বাসা থেকে তার মরদেহ মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে এবং দুপুরে জানাজা শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।