ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনসংলগ্ন জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির শীর্ষ নেতাকর্মীসহ লাখো সাধারণ মানুষ অংশ নিয়ে এই আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানান।

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগা বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেগম খালেদা জিয়া,বিএনপির চেয়ারপারসন,জিয়াউর রহমান,চিরনিদ্রায়,শায়িত,জিয়া উদ্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত