ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

তারেক রহমান ও ডা. শফিকুরের বৈঠক, ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

তারেক রহমান ও ডা. শফিকুরের বৈঠক, ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে জামায়াত আমিরের উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের বিষয়টি আলোচনায় আসে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিকভাবে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মিলেমিশে কাজ করা যায় কি না, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিএনপি নেতারাও একই মত প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পর ও সরকার গঠনের আগে আবারও বৈঠকে বসার ইচ্ছা রয়েছে। দেশের স্বার্থে সবাই মিলে একসঙ্গে কাজ করতে চান বলেও জানান জামায়াত আমির।

আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বেগম জিয়া যে ঐক্যের জায়গা তৈরি করে গেছেন, সেই অবস্থান থেকেই আগামী দিনে এগিয়ে যেতে চান তারা।

ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার,ডা. শফিকুরের বৈঠক,তারেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত