ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় বেগম খালেদা জিয়াকে চিরশান্তি দান, তার পাপ ক্ষমা করা এবং তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

শোক বার্তায় সৌদি বাদশাহ বেগম জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একই ধরণের শোক বার্তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। পরে ৩১ ডিসেম্বর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বেগম খালেদা জিয়া,শোক প্রকাশ,সৌদি আরব,সালমান বিন আব্দুল আজিজ,যুবরাজ মোহাম্মদ বিন সালমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত