ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে আজ তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, ঢাকা-১১ আসন রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে গঠিত।

নির্বাচন কামিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাছাই-বাছাই শুরু হয়, যা চলবে আগামীকাল ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে আগামী ২১ জানুয়ারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,নাহিদ ইসলাম,মনোনয়নপত্র,এনসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত