ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের চিকিৎসায় ছাড়: জাককানইবি ছাত্রশিবিরের চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থীদের চিকিৎসায় ছাড়: জাককানইবি ছাত্রশিবিরের চুক্তি স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের জন্য চিকিৎসা সেবায় বিশেষ ছাড় নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও খান ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় জাককানইবির সকল শিক্ষার্থী খান ডায়াগনস্টিক সেন্টারে যেকোনো পরীক্ষামূলক সেবা গ্রহণে ৪০ শতাংশ ছাড় পাবেন।

সমঝোতা স্মারকে জাককানইবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন এবং খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু ফয়সাল খান।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও ময়মনসিংহ মহানগর সেক্রেটারি সাদ কবির, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাসেল মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, “ছাত্রশিবির একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণকে সামনে রেখেই আমাদের সব কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাত্র-ছাত্রীদের জন্য যা কল্যাণকর— মূলত সে জায়গা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র সংগঠন হওয়ায় আমাদের অর্থনৈতিক সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত। তবুও সেই সীমাবদ্ধতার মধ্যেই আমরা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহ শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। ফলে কোনো শিক্ষার্থী জরুরি স্বাস্থ্য সমস্যায় পড়লে দ্রুত শহরে নিয়ে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। আবার সরকারি হাসপাতালে সব ধরনের প্রয়োজনীয় সেবা সবসময় পাওয়া যায় না। এসব বিষয় বিবেচনায় রেখেই আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়ার চিন্তা করছিলাম। দেশের সার্বিক পরিস্থিতির কারণে তখন তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন শিক্ষার্থীরা এই সেবা গ্রহণ করতে পারবে— এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি ও প্রাপ্তি।”

ছাত্রশিবির প্রত্যাশা করছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী অবস্থানের কারণে খান ডায়াগনস্টিক সেন্টার থেকে শিক্ষার্থীরা শহরে না গিয়েই উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচে মানসম্মত রোগনির্ণয় সেবা গ্রহণ করতে পারবে।

শিক্ষার্থী,চিকিৎসা সেবা,ছাড়,জাককানইবি,ছাত্রশিবির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত