ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে: অলি আহমদ

জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম জানিয়েছেন, জামায়াত এখন পরিশুদ্ধ। তিনি বলেন, যদি জামায়াত পরিশুদ্ধ না হতো, বীরবিক্রম ও মুক্তিযোদ্ধারা তাদের সঙ্গে জোটে কীভাবে যুক্ত হতেন। অলি আহমদের মতে, তারা একসাথে হয়েছেন সুশাসন প্রদানের জন্য।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব মন্তব্য করেন।

তিনি বলেন, যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, তাদের মধ্যে অনেকেই জামাতের সন্তান ছিলেন। তারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, আর তিনি নিজে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বর্তমানে তারা সবাই একসাথে হয়েছেন।

অলি আহমদ আরও বলেন, এলডিপি জামায়াতে যোগ দেয়নি, জামাতও এলডিপিতে যোগ দেয়নি। তাদের প্রতীক ‘ছাতা’, ‘দাড়িপাল্লা’ নয়। মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছে এবং আসন সমঝোতা করা হয়েছে। যেখানে এলডিপি প্রার্থী দেবে, সেখানে জামায়াত প্রার্থী দেবে না এবং যেখানে জামায়াত প্রার্থী দেবে, সেখানে এলডিপি প্রার্থী দেবে না।

তিনি জানান, বাংলাদেশ কীভাবে চলবে তা দেশের জনগণ ঠিক করবে। ভারতের সঙ্গে কোনো বিরোধ নেই, তবে দেশের স্বার্থে তারা মোদির বা অমিত শাহর গোলাম হিসেবে কাজ করবেন না। তিনি বলেন, যারা ভারতের দালালি করছে তাদের চিহ্নিত করতে হবে, কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চাইছে।

এর আগে, গত ২৮ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যুক্ত হয়। এই সংযুক্তির মধ্য দিয়ে জোটটি ১০ দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করে।

অলি আহমদ,মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট,জামায়াত পরিশুদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত