ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শুধুমাত্র মিছিল-মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয়: রিজভী

শুধুমাত্র মিছিল-মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু মিছিল-মিটিং করার জন্য সংগঠন তৈরি করা উচিত নয়। বরং, সেই পেশার মানুষদের সমাজে সম্মানজনকভাবে দাঁড়াতে সহায়তা করতে হবে। তারা যেন সব সময় সম্মানিত থাকে এবং পুলিশি হয়রানির শিকার না হয়। এই দিকগুলো লক্ষ্য রেখে আইন প্রণয়ন করা প্রয়োজন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, দেশে যত গরিব, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ রয়েছে, তারাই বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়। এই ধরনের হয়রানি থেকে মুক্ত করার জন্য এবং নিজেকে স্বনির্ভর করতে মোটরযান চালক পেশাকে সম্মানজনক পেশা হিসেবে গ্রহণ করা যেতে পারে।

তিনি উদাহরণ হিসেবে আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি তরুণদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে অনেক বিএ পাস, এমএ পাস ছেলে-মেয়ে ইঞ্জিনিয়ার ও ডাক্তার ট্যাক্সি বা রাইড-শেয়ারিং চালিয়ে উন্নত জীবনযাপন করছে, বাড়ি কিনছে এবং স্বাধীনভাবে জীবন পরিচালনা করছে। সেখানে কোনো শ্রেণিবিভাজন নেই। তাই একজন ট্যাক্সিচালক এবং একজন এমপিও সমাজে সমান মূল্য রাখে। আমাদেরও সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অঙ্গীকার করেছেন।

রিজভী বলেন, যে ছেলে বা মেয়েরা বিশ্ববিদ্যালয় শেষ করেছে কিন্তু চাকরি পায়নি, তারা উন্নত দেশের মতো দেশে উবার বা ট্যাক্সি চালিয়ে অন্তত নিজেদের ও পরিবারের দায়িত্ব নিতে পারবে। তবে রাষ্ট্রকে তাদের জন্য ব্যবস্থা, সহযোগিতা এবং আইন প্রণয়ন নিশ্চিত করতে হবে।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী শফু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আরিফুর রহমান তুষারসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী,জাতীয়তাবাদীর নাম,শুধুমাত্র মিছিল-মিটিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত