অনলাইন সংস্করণ
১৮:১৯, ০৬ জানুয়ারি, ২০২৬
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের একটি অংশের পক্ষ থেকে নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতিত্বের স্পষ্ট আলামত দেখা যাচ্ছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তিনি সতর্ক করে বলেন, আবার যদি পুরোনো ‘সেটেলমেন্টের’ পথে যাওয়ার চেষ্টা করা হয়, তবে তা কঠোরভাবে রুখে দেওয়া হবে। এ ক্ষেত্রে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না।
এ সময় তিনি এনএসআই প্রধানের একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়ে বৈঠক করার ঘটনাকেও সমালোচনা করেন এবং একে নির্বাচন-পূর্ব পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন।