অনলাইন সংস্করণ
১৬:১৬, ০৭ জানুয়ারি, ২০২৬
বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গুলশান থানার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (০৭ জানুয়ারি) সকালে এ বৈঠক শুরু হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে ঢাকা-১৭ আসনের সামাজিক নিরাপত্তা, পরিবেশসহ বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তারেক রহমান।
এর আগে, মঙ্গলবার ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই দিনে তিনি বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।