ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গুলশান থানার নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

গুলশান থানার নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গুলশান থানার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (০৭ জানুয়ারি) সকালে এ বৈঠক শুরু হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে ঢাকা-১৭ আসনের সামাজিক নিরাপত্তা, পরিবেশসহ বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তারেক রহমান।

এর আগে, মঙ্গলবার ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই দিনে তিনি বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময়,তারেক রহমান,গুলশান থানার নেতাকর্মী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত