অনলাইন সংস্করণ
১৮:৩৪, ০৭ জানুয়ারি, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (বুধবার, ৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
এ সময় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা নির্বাচন নিয়ে চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছেন তিনি। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তারেক রহমানকে সমবেদনা জানান তিনি। একইসাথে আগামী নির্বাচনে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা করেন তিনি।’
এর আগে, সকালে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে বৈঠক করে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারেক রহমান।