ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঋণখেলাপির দায়ে ভোট করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

ঋণখেলাপির দায়ে ভোট করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করার পর বৃহস্পতিবার হাইকোর্টের আগে দেওয়া ঋণখেলাপি তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ স্থগিত করা হয়েছে। ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই তালিকায় থাকছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

এর মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও ৩ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়েছিল।

যদিও তার প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহ এর বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। হাসনাত আব্দুল্লাহকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থন দিয়েছে।

এর মধ্যেই ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। হাইকোর্টের পূর্বের আদেশের স্থগিতাদেশ চেম্বার আদালতের মাধ্যমে স্থগিত হওয়ায় তিনি ঋণখেলাপি হিসেবেই থেকে যাচ্ছেন।

বিএনপি প্রার্থী,হাসনাতের আসন,ঋণখেলাপির দায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত