অনলাইন সংস্করণ
২১:২৫, ০৮ জানুয়ারি, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া গণতন্ত্রের মশাল নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি স্কুলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার দেওয়া গণতন্ত্রের মশাল নিয়ে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনের বাংলাদেশের রূপরেখা তৈরি করবে।
তিনি বলেন, যে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে সেখানে সবাই সমান হবে, সবার সমান অধিকার থাকবে, কেউ এককভাবে ক্ষমতাবান থাকবে না। সবাইকে সঙ্গে নিয়েই আগামীর রংধনু বাংলাদেশ গড়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন এক মহিয়সী নারীকে দেশ হারিয়েছে, যিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া তার জীবনের মাত্র ২৫ শতাংশ সময় ক্ষমতায় ছিলেন, আর ৭৫ শতাংশ সময় তিনি দেশের জন্য লড়াই করেছেন। নিজের জীবন উৎসর্গ করে তিনি স্বৈরাচার ও আধিপত্যবাদীদের সঙ্গে কোনো আপস করেননি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেই আপসহীন নেত্রীর সন্তান তারেক জিয়াও একজন আপসহীন নেতা হিসেবে গণতন্ত্রের মশাল হাতে এগিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন।