ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

নির্বাচনী কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে এই কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারের নির্ধারিত নম্বর ‘১৬৫৪৩’।

দেশের যেকোনো প্রান্ত থেকে এই নম্বরে কল করা যাবে। অপারেটররা কল গ্রহণ করে অভিযোগ ও তথ্য লিপিবদ্ধ করবেন এবং তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কাছে পাঠাবেন।

এই কল সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের যেকোনো নির্বাচনী সমস্যা, অভিযোগ কিংবা প্রশ্ন দ্রুত কেন্দ্রীয় দপ্তরে জানানো সম্ভব হবে, যা নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপি,ইলেকশন স্টিয়ারিং অফিস,কল সেন্টার,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত