
মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত, ভারত যা করেছে সেটা বাংলাদেশের জন্য অপমানজনক, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত বিএনপি। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।
তিনি আরও বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম ও বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সাথে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।
ভারতের সঙ্গে পানি চুক্তি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্যা আদায় করবে বিএনপি। পারষ্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়েছে বলে মনে হয় না। অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা।
তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।’
এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়া প্রয়োজন। তিনি জানান, এই ৩১ দফার বাইরে আর কোনো সনদ নেই।