
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে ফকির ও সরকার গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে পাবনার হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার রাতে ওই গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে নিরব নামের এক শিশুর সাথে একই গ্রামের শিশু শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে ওই দুই শিশুর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার সকালে জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বেঁধে। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কয়েক ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে কমপক্ষে ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ২৬ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।