
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু হানিফ (২২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী।
আহতের বাবা ফজল করিম বলেন, সকালে সীমান্তের নাফ নদীতে বাংলাদেশ অংশে জেগে উঠা ছোট দ্বীপ শাহজাহানের দ্বীপে তার ছেলে আবু হানিফ জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নদীতে নামলে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবু হানিফ গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য পা-টিও সামান্য আঘাতপ্রাপ্ত হয়। আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে ধারণা তার।
তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেন, খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।
এদিকে আহত আবু হানিফ সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। পরে স্থানীয়রা বিক্ষোভ করে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশের তৎপরতায় আধা ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
ঘটনার ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির সংশ্লিষ্টদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সাড়া না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি।