ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন— নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন,বিএনপি,সিইসি,নির্বাচন কমিশন,বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত