ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ইসলামী আন্দোলনকে নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

ইসলামী আন্দোলনকে নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

ইসলামী আন্দোলন বাংলাদেশ–কে নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক’ মন্তব্য-লেখালেখি থেকে নেতাকর্মী ও সমর্থকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘‘প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন। আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই—সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।’’

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা ১১টি রাজনৈতিক দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পরে— সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন হয়তো জোটে থাকছে না। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য ও লেখালেখি করতে দেখা যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ জামায়াতে ইসলামী,ডা. শফিকুর রহমান,জামায়াত আমির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত