ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া স্টার ইটভাটার নিকট মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের আকছেদ আলীর ছেলে।

নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে রাকিবুল ইসলাম মোটরসাইকেল যোগে দর্শনা শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে সদর উপজেলার আকন্দবাড়িয়া স্টার ইটভাটার নিকট পৌঁছায়। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

পাকা রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে ফকিরপাড়া নামক স্থানে তার মৃত্যু হয়।

নিহতের বাবা আকছেদ আলী জানান, তার ছেলে রাকিবুল ইসলাম মোটরসাইকেলে করে তার এক নিকট আত্মীয়কে নিয়ে দর্শনা হল্ট রেলস্টেশনে যান।

এরপর আত্মীয়কে স্টেশনে নামিয়ে দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্টার ইটভাটার নিকট একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি মারা যান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যুবকের মৃত্যু,মোটরসাইকেল দুর্ঘটনা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত