অনলাইন সংস্করণ
২০:৪৫, ১৫ জানুয়ারি, ২০২৬
গত সরকারের ১০ টাকা কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতির মতোই এখন নির্বাচন সামনে রেখে কৃষি-ফ্যামিলি নামের নানা ডামি কার্ড বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এসব কার্ডের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ১০ টাকার চালের কথা জনগণ শুনেছে, কিন্তু বাস্তবে তা কেউ পায়নি। ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। এসব প্রতারণার বিরুদ্ধে অতীতে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন করে সরকার পতন ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, একই কৌশলে এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ নানা নামে ডামি কার্ড তৈরি করে ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে। ভোট চাইতে গিয়ে বলা হচ্ছে, এই কার্ডের বিনিময়ে ভোট দিলে ভবিষ্যতে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, এতে ভোটাররা প্রতারিত হচ্ছেন এবং অতীতের মতোই ভোট প্রভাবিত হলে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত হবেন না।
হামিদুর রহমান আরও বলেন, ইতোমধ্যে কিছু কর্মকর্তা চিহ্নিত হয়েছেন যারা নিরপেক্ষতা হারিয়েছেন এবং বিতর্কিত ভূমিকা পালন করছেন।
একেক জায়গায় একেক ধরনের নিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কোথাও এক নিয়ম, কোথাও আরেক নিয়ম প্রয়োগ করা হচ্ছে। আইন শিথিল করার কথাও শোনা যাচ্ছে। শর্ত থাকলে তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, আর না থাকলে কারও জন্যই না থাকা উচিত।
একইভাবে ঋণখেলাপির বিষয়েও কোথাও বৈধ, কোথাও অবৈধ ঘোষণা করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন তিনি।
দেশে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাতদুষ্ট আচরণ করা হলে ভোট ব্যাহত হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানালেও নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।