ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ প্রাঙ্গণে চলছে নাগরিক শোকসভা।

শুক্রবার বেলা ৩টায় দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

এ শোক সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পেশাজীবী, কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন সংসদ প্রাঙ্গণেই জনসমুদ্রে তার জানাজা সম্পন্ন হয়। এরপর জিয়া উদ্যানে স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় তাকে।

তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়, দাফনের দিনে রাখা হয় সাধারণ ছুটি। আর বিএনপির তরফে দলের চেয়ারপারসনের মৃত্যুতে পালন করা হয় সাত দিনের শোক।

খালেদা জিয়া,শোকসভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত