ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিকেলে ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে এনসিপি আরও জানায়, সংবাদ সম্মেলনে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘নির্বাচনি ঐক্য’ জোটের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নির্বাচনী আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়, যেখানে এনসিপি ৩০টি আসন পেয়েছে।

সংবাদ সম্মেলন,এনসিপি,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত