ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এককভাবে নির্বাচনের ঘোষণা মান্নার, ১২ আসনে লড়বে নাগরিক ঐক্য

এককভাবে নির্বাচনের ঘোষণা মান্নার, ১২ আসনে লড়বে নাগরিক ঐক্য

বিএনপি থেকে আলাদা হয়ে নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। মান্নার নির্বাচনী আসন বগুড়া-২ এ ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শাহে আলম মনোনীত হওয়া এবং শেষ পর্যন্ত তার মনোনয়ন না প্রত্যাহার করার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এ বিষয়ে গতকাল সোমবার জরুরি সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না ঘোষণা করেন, নাগরিক ঐক্য এককভাবে নির্বাচনে অংশ নেবে। তিন নিজে ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রার্থী হওয়ার কথা জানান। এছাড়া ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ নেতার নাম প্রকাশ করে আসন সমঝোতার কথা বলেছিলেন, যার মধ্যে মান্নাও ছিলেন। তবে সম্প্রতি বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহে আলমকে মনোনয়ন দেয় বিএনপি। শেষ দিনেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, আমি জানতাম, সমঝোতার ভিত্তিতে বগুড়া-২ আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। কিন্তু আমার আসনে বিএনপির প্রার্থী রয়ে গেছেন। এখন কোনো সমাধানের সুযোগ নেই। তারা তাদের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে; আমাকে ইগনোর করেছে। কিন্তু আমি তো রাজনীতি করব। রাজনীতির অংশ হিসেবে নির্বাচনও করব।

বিএনপি,মাহমুদুর রহমান মান্না,নাগরিক ঐক্য,মনোনয়ন,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত