ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

খোঁজখবর

বালুচরে কোটি ও পাঞ্জাবি

বালুচরে কোটি ও পাঞ্জাবি

ফ্যাশন হাউস বালুচর শীত উপলক্ষ্যে এনেছে একাধিক নতুন ডিজাইনের পাঞ্জাবি ও কটি। সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কটির ডিজাইনে রয়েছে তারুণ্যের আমেজ। ডিজাইন করা হয়েছে অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এ ছাড়া কাটিংয়েও আছে নতুনত্ব। কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম। এ ছাড়া শোরুম আছে গাজীপুরের জয়দেবপুর ও মুন্সীগঞ্জ সদর। ওয়েবসাইট : https://balucharkurta.com

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত