ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শীতে ফোনের ক্যামেরার লেন্স ঝাপসা হয় কেন

শীতে ফোনের ক্যামেরার লেন্স ঝাপসা হয় কেন

ভোরের কুয়াশা বা শিশিরভেজা ঘাসের ছবি তোলার জন্য শীতকাল চমৎকার এক সময়। কিন্তু এই ঋতুতেই স্মার্টফোনের ক্যামেরার লেন্স সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে। অনেকেই অভিযোগ করেন, শীতের সকালে ছবি তুলতে গেলে দেখা যায় লেন্স কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। এই সাধারণ সমস্যাটি অবহেলার কারণে শখের ফোনের ক্যামেরার স্থায়ী ক্ষতি হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা জানব শীতকালীন আর্দ্রতা থেকে ফোনের লেন্স সুরক্ষিত রাখার সঠিক উপায়।

শীতকালে ফোনের লেন্স কুয়াশাচ্ছন্ন হয় কেন : শীতকালে বাইরের তাপমাত্রা অনেক কম থাকে। যখন আমরা পকেট থেকে ফোন বের করি বা গরম ঘর থেকে হুট করে বাইরে বের হই, তখন তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে লেন্সের গ্লাসের ওপর সূক্ষ্ম জলীয় বাষ্প জমা হয়। একে বিজ্ঞানের ভাষায় ‘কনডেনসেশন’ বলা হয়। এই বাষ্পের স্তরের কারণেই ছবি ঝাপসা হয়ে আসে।

ভুল পদ্ধতিতে ক্ষতির ঝুঁকি : লেন্স কুয়াশাচ্ছন্ন দেখলে আমরা সাধারণত হাতের কাছে থাকা জামার হাতা, টিস্যু বা রুমাল দিয়ে তা ঘষে পরিষ্কার করার চেষ্টা করি। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত