প্রিন্ট সংস্করণ
০০:০০, ২১ জুন, ২০২৫
উত্তরের হাওয়া বইছে- মনে পড়ছে সোনালী অতীত। খিড়কীর ফাঁক দিয়ে উস্কানি দেয় ফেলে আসা দিনগুলো। মনে পড়ছে ছেলেবেলার হৈ-হুল্লোড়, গোল্লাছুট, কানামাছি, ডাংগুলি সোনালী বিকালে হলুদ ফড়িং ধরার উল্লাস। কাক ডাকা দুপুর, শাপলা বিল, ডিঙি, শালুক, লাঙ্গল, জোয়াল। সন্ধ্যে নামার আগে রাখালের বাড়ি ফেরা, পাখির কলতান, হারিকেনের আলো আজ হারিয়ে গেছে সভ্যতার হাতছানিতে।
বুড়িশ্বর গ্রাম চিনবার কথা নয় তোমার; এক সময় এখানে প্রতিরাতে জমে উঠত বাউল গানের আসর কিংবা পুঁথিপাঠ। সুবেহসাদিকে আযানের সুর অন্যদিকে হিন্দু বাড়ির উলুধ্বনি। বৈশাখী মেলা, কালী বান্নী, হিজল তলায় রাখলের মিলনমেলা। এখন সবই আছে শুধু নেই; সেই দিন আর প্রিয় মানুষগুলো।