দীর্ঘ কয়েক যুগেরও বেশি সময় ধরে
সার্থকতার সাথে নিপুণ শক্তিতে
পরিচালনা করেছিলেন সংগ্রাম আর সংগ্রাম।
শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি
আমাদের প্রিয় মাতৃভূমির সঙ্গে তার নাম।
তার চেয়েও অনেক বেশি বড়, মনের মানুষ
শুধু মানুষ নয়, সন্তানের আদরে মানুষ
যিনি নিজের সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন
অসম্ভব আর আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী,
যার কথা মনে হলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়
সেই সময়ের রক্ষণশীল সামাজিক পটভূমিতে
কী অসীম সাহসিকতায় আন্দোলন চালিয়েছিলেন
ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের
ভালোবাসার প্রতীক উপহার দিলেন বাংলাদেশ।
তার কথা ভাবলেই আমার ও আমাদের
শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে
যার ধ্যান-জ্ঞান আর কর্ম ঘিরে ছিল
শুধু নামের পাশে নয়, বাস্তবতায় ও প্রজ্ঞায়।
সে এক অভিন্ন মধুর স্মৃতির সাথে জড়িয়ে থাকা
একটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব।