ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

লাল-সবুজ পতাকার জয়

লাল-সবুজ পতাকার জয়

লাখো মানুষ ঢাকা ছাড়ল জনারণ্যে হারিয়ে যেতে

অত্যাচার আর নিপীড়ন চলছে ঘরে বাইরে

দিশেহারা মানুষ পালাচ্ছে আর ছুটাছুটি করছে

ঢাকায় আগমন শত্রুসেনা অপরিচিত সবাই

চালাচ্ছে এক এক করে লাখো মানুষের ধ্বংসলীলা।

দলবদ্ধভাবে মুক্তি সংগ্রামে শেখ মুজিবের সমর্থনে

সংগ্রামী সাধারণ মানুষের মাঝে লোকায়িত

সংগ্রামের জাগরণে সাধারণ মানুষের সহায়তায়

সংগ্রামের মিছিলের অগ্রভাগে এক মহৎ শক্তি

দিশেহারা জনতা শত্রু সেনার সামনে নিরুপায়।

ঘরে ঘরে মুক্তি সংগ্রামের আলোড়ন

দিশেহারা কৃষক-শ্রমিক-জনতা ঐক্য, জাগ্রত

আমরা এক, আমরা ঐক্য আমরা মিত্র প্রতিশ্রুতিতে

জাগ্রত জনতা আমাদের হাতিয়ার

হাতিয়ার আমাদের বাহুবল, মনোবল একীভূত শক্তি।

পরাজয় নয়, বিজয়, সংগ্রামের বিজয়

শক্র সেনা, সামরিক বাহিনী, মুক্তি সেনার দখলে

আমরা বাঙালি, আমরা শক্তি, আমরা মুক্তি

চেতনায় জাগ্রত, মৃত্যুকে করি না ভয়

মা-বাবা-ভাই-বোন সবারই হবে জয়।

পৃথিবীর পরিম-লে জীবনকে বাজি রেখে

কঠিন সাহসে বাহুবলে শত্রুকে করবো ক্ষয়

রণক্ষেত্রে শত্রুর কণ্ঠ থেমে গেল এক মুহূর্তে

পেলাম ক্ষণে জয়ের মালা লাল-সবুজের পতাকা

জয়-জয়-জয়, লাল সবুজ পতাকার জয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত