জীবনের রাত
সূর্য ডুবে যাচ্ছে সাগরে
সূর্যতো কাল ভোরেই উঠবে
আমি ডুবে যাচ্ছি সাগরের জলে
কাল ভোরে না জাগলে
কে ডেকে তুলবে?
প্রাণ মাঝি বৈঠা চালায়
জীবন নদী কোথায় পালায়
আহারে অসীম সাগর
আহারে প্রাণের নাগর
কে আপন কে পর
কোথায় নিবাস কোথায় ঘর?
সূর্য ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে অকস্মাৎ
সামনেই সন্ধ্যা ও জীবনের রাত।
মাঝি
সমুদ্রের জলে যারা দিবানিশি ভাসে
সমুদ্র কী তাদের ভালোবাসে
মাছের সন্ধানে ছোটে জেলে-মাঝি
অবিরাম ওরা ভাসে
জীবন মৃত্যুর মাঝামাঝি
আনন্দ কুড়াতে যাও তোমরা সৈকতে
শামুক ঝিনুক তুলে নাও হাতে
তাকাও আকাশ দিগন্তে সূর্যোদয় দেখতে
মেঘ ঢেকে দেয় সূর্যের মুখ
মেঘ রোদে মাখামাখি ধীবরের সুখদুখ
দূর সমুদ্রে তাকালে দেখি সব কুয়াশা
কুয়াশায় ম্লান জীবনের সব ভালোবাসা।
আশার পাল
সমুদ্রের ঢেউ দেখে শিখেছি
থেমে থাকা জীবন নয়
অন্তহীন এ জীবন সমুদ্রে
ছোট বড় ঢেউ থাকবে
মাঝিদের দেখে শিখেছি
উত্তাল সাগরে যতো ঝড় তুফান আসুক
হাল ছেড়ে দেওয়া নয়...
আরও গভীর প্রত্যয়ে
শক্ত হাতে ধরতে হবে হাল।
ঝড়-তুফান আসবে যাবে
আশার সাগরে নাও ভাসবে
ধরে রেখো হাল
উড়াও আশার পাল।
উদাস
কেন মন আজ এত উদাস উদাস
কার হাহাকার কান্না বাজায় বাতাস?
গহিন রাতে সাগরের হু হু কান্না জলে
মন হারায় বেদনার অতলে
সাগর বুঝি একা একা কাঁদে
ঢেউগুলো কান্নাকে আলতো করে বাঁধে
দুলতে দুলতে কান্নাঢেউ ছুটে আছে সৈকতে
আবার দুলতে দুলতে মিশে যায় সাগরে
জলের খেলা জলের মেলা
মন উতলা প্রাণ উতলা।
প্রেমসমুদ্র
ঢেউয়ের মতো অবহেলায় নতমুখে ফিরে আসি
প্রতারক ঠোঁট বলে, খুব খুব ভালোবাসি
ঠোঁটে যাই উচ্চারিতÑ সবই তো ভাষা
মানবভাষায় সবচেয়ে মূল্যবান শব্দ ভালোবাসা
ভালোবাসা আজ মুদির দোকানের পাল্লায়
ভালোবাসা ভালোবাসা বলে তবু প্রতারক চিল্লায়
সাগরকন্যা ভালো থেকো যতদূরে থাকো
জলকুমারী জলের তলে এই কবিকে রেখো
ঢেউ আসুক জোয়ারে ভাসুক পাঁজরের হাড়
কবিতো প্রেমসমুদ্র, কবির বুকটাই প্রেমের পাহাড়।
ঢেউ
সৈকতের মনোরম বালুকাবেলায়
সাগরের ঢেউয়ে পা রাখি
ঢেউগুলো পায়ে আলতো চুমু খায়
আবার বালির চাদরে মিশে যায়
ঢেউয়ের তালে তালে হু হু কান্না বাজে
সাগর কন্যার বিরহ মিশে থাকে
ভাটা আর জোয়ারের ভাঁজে ভাঁজে
সমুদ্রে কার এমন নোনা কান্নাজল
দীগন্তে দীগন্তে উত্তাল উচ্ছল?
এখনও
তুমি তো মেঘের মতো ছিলে
আমার আকাশ ঘিরে
তুমি তো ঢেউয়ের মতো ছিলে
আমার জীবন সমুদ্র তীরে
তুমি তো সূর্যের মতো ছিলে
আমার সকাল সন্ধ্যা রাতে
তুমি তো রোদের মতো ছিলে
মায়াময় শীতের প্রভাতে
সাগর নদী সৈকতে ঝাউবনের সবুজে
দেখি তোমার মায়াবী মুখ চোখ বুঁজে।
সাগরবুকে
সাগরবুকে আমি আমার বুকেও সাগর
জীবন তো বেদনার জলসাগর
তবুও খুঁজি আনন্দের জলসাঘর
সারারাত হিমহিম সাগর যানে ভাসি
সাগর নদী পাড়ি দিয়ে
সাগর কূলেই আসি
জলসাগর জলসাঘর শুনতে একই লাগে
যোজন যোজন দূর সমুদ্র রাগ অনুরাগে
সৈকতের চোরাবালি তবুও ভালো লাগে
সূর্যোদয়
সূর্যোদয় দেখতে খুব ভোরে জাগে গঙ্গামতি
সাগর আঁচল ছড়িয়ে সবুজ সবুজ ঝাউবীথি
মেঘ মেঘময় সেই মায়াবী সকালে
উঁকি দিয়ে সূর্য লুকায় মেঘেরই আড়ালে...
সূর্যোদয় হয়েও হলো না... দীর্ঘ রাত নেমে আসে
নিঝুম জেলে পল্লি মাঝিরা গহিন সমুদ্রে ভাসে
ধ-ধু কুয়াশাঘেরা দূর সমুদ্রে সবই যেন মেঘ
ছলনার কুহকী জীবনে মিথ্যে ভালোবাসা আবেগ।