প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৪ ডিসেম্বর, ২০২২
ঘুম পাড়ানি গানের সুর
মায়ের মুখে শুনতাম,
মাঝে মাঝে চোখটা মেলে
যা ইচ্ছা তাই বলতাম।
মা দেখাতো বাঘের ভয়
ঘরের পিছে আছে,
ধরবে আমায় খাবে মাথা
আবার দেখি হাসে।
আমি বলি মিথ্যা কথা
বলছ কেন মা,
রেগে গিয়ে মা বলল
ঘরের বাইরে যা।