ডিসেম্বরের ষোল তারিখ
বিজয় দিবস আসে,
লাল সবুজের কেতন তখন
সোনা রোদে হাসে।
কিচিরমিচির চিঁচিঁর স্বরে
ডাকে পাখি বনে,
আনন্দেরই দেয় যে দোলা
বাঙালিদের মনে।
রাখালিয়া বাজায় বাঁশি
বধূর মুখে হাসি,
আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি।
খুশি খুশি সবাই খুশি
দুঃখের নেই তো রেশ,
লাল সবুজের সেজে উঠুক
ষোল তারিখ দেশ।