ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হেমন্ত

ইয়াছির আরফাত
হেমন্ত

ঝরা পাতার স্বপ্নে বিভোর

হেমন্তেরই রবি

সবুজ মাঠে সোনার ফসল

যেন সুখের ছবি।

পাকা ধানের ডগায় বসে

শিশির কণা হাসে

উষ্ণ শীতে কৃষাণ হৃদয়

প্রীতির সুখে ভাসে।

শিউলি ছাতিম গন্ধরাজে

মন ভরে যায় ঘ্রাণে

মল্লিকা আর হিমঝুরিও

সুভাষ ছড়ায় প্রাণে।

চিকন পাতার ভাঁজে ভাঁজে

আমলকী ফল দুলে

হেমন্তেরও পাখির সুরে

দুঃখ যায় যে ভুলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত