জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদের হাতে লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে অমর একুশে বইমেলা ২০২৫ প্রকাশিত লাল সবুজের ষষ্ঠ বই ‘তারুণ্য’ উপহার দেয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে লাল সবুজের সদস্যদের মতবিনিময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে ইলেক্ট্রিক কার্টের সংখ্যা বৃদ্ধি, কার্টের ভাড়া কমানোর উদ্যোগ গ্রহণ, পুরো ক্যাম্পাসে স্থায়ী ইন্টারনেট সমস্যার সমাধান, লেকগুলোর সংস্কার, বৃষ্টির পানিতে জমে থাকা ক্যাম্পাসের রাস্তাগুলোর সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা-আবর্জনা রোধে উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষা ও পরিবেশগত মান উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নারী শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়াশরুম স্থাপনের প্রস্তাবনা দেয়া হয়। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়াউদ্দিন আয়ানসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।