ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মিরপুর ট্রাফিক বিভাগের প্রশংসনীয় কর্মসূচি

মিরপুর ট্রাফিক বিভাগের প্রশংসনীয় কর্মসূচি

ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের কার্যক্রম প্রশংসনীয় ভাবে এগিয়ে চলছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, পিপিএমের দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসের মনিটরিংয়ের মাধ্যমে নাগরিক চলাচল সহজকরণে নানা মুখী কমূসূচির উদ্যোগ এরইমধ্যে গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্কুল ভিজিট প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করে জেব্রা-ক্রসিং, ফুটওভার ব্রিজ ব্যবহার, রাস্তা পারাপারে ট্রাফিক সংকেত সম্পর্কে জানতে ও মেনে চলতে উৎসাহিত করতে ক্যাম্পেইন চলমান। আনন্দমুখর পরিবেশে শিক্ষক ও শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে অলোচনা এবং ব্যবহারিক প্রয়োগ দেখানো হয়। অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদে জিরো টলারেন্স অবস্থান অত্র ট্রাফিক বিভাগের। এডিসি (ট্রাফিক-মিরপুর) ইয়াসিনা ফেরদৌসকে মুঠো ফোনে অভিনন্দন জানানো হলে তিনি আলোকিত বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, নগরের জনজীবন সহজ ও স্বাভাবিক রাখতে মিরপুর ট্রাফিক বিভাগ বদ্ধপরিকর। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু ভাবে ট্রাফিক ব্যবস্থা পরিচালনা, নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন এবং সব অনিয়ম থেকে দূরে থেকে যথাযথ ভাবে ট্রাফিক আইন প্রয়োগে অগ্রণী ভূমিকা পালন করছেন এসি (ট্রাফিক-মিরপুর জোন) মো. শরীফ-উল-আলম, এসি (ট্রাফিক দারুস সালাম জোন) বিমল চন্দ্র বর্মন ও ট্রাফিক মিরপুর বিভাগের অন্যান্য সদস্যগণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত