ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সফলতার পূর্বশর্ত আত্মশুদ্ধি

ফারহান হাসনাত
সফলতার পূর্বশর্ত আত্মশুদ্ধি

মক্কায় অবতীর্ণ সুরা শামসের আয়াত সংখ্যা ১৫। এটি কোরআনের ৯১তম সুরা। শামস অর্থ সূর্য। এ সুরায় সূর্যের আলাপ থাকায়, এটিকে সুরা শামস বলা হয়। আল্লাহ তাআলা এ সুরার শুরু থেকে ৭ নম্বর আয়াতে সাতটি জিনিসের শপথ করেছেন। যেমন- সূর্য, চাঁদ, দিন, রাত, আসমান, জমিন ও মানুষের আত্মা।

এ সুরার ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘নিশ্চয় সে সফলকাম, যে আত্মাকে পরিচ্ছন্ন করেছে।’ আত্মশুদ্ধি হলো আত্মাকে পরিচ্ছন্ন ও পবিত্র করা। সুস্থ দেহের মতো সুস্থ আত্মারও প্রয়োজন। বরং সুস্থ হৃদয় বা সুস্থ আত্মার প্রয়োজনীয়তা ক্ষেত্রবিশেষে বলা যায় বেশিই। সফল জীবন গঠনে আত্মশুদ্ধির বিকল্প নেই। একজন সফল মুমিনের বৈশিষ্ট্যই হলো আত্মাকে পরিশুদ্ধ রেখে দুনিয়া ও আখেরাতের সফলতা নিশ্চিত করা। কারণ যে শুদ্ধ থাকে, সে সব কুচিন্তা ও অন্যায় ভাবনা থেকে মুক্ত থাকে। অশুদ্ধ আত্মা বা মানুষ সর্বত্র ব্যর্থতার গ্লানিতে পতিত হয়। আত্মশুদ্ধির ফলাফল পরকালেও সুখকর। আত্মশুদ্ধিতে বলীয়ান ও শক্তিশালী হওয়া ছাড়া কেউ আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারে ন। তাঁকে পেতে পারে না। আল্লাহকে যে পেতে চায়, তার জন্য আত্মশুদ্ধির চর্চা বেশ দরকারি উপকরণ।

সুরার ১৩ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত সামুদ জাতির উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ তাদের নিদর্শন হিসেবে একটি উট দিয়েছিলেন। সতর্ক করেছিলেন, উটটির ব্যাপারে। উট এবং তাদের পানি পানের সময় নির্ধারণ করে দিয়েছিলেন নবি সালেহ (আ.)। তারা উটটির ব্যাপারে মিথ্যারোপ করেছিল। উটের পা কেটে হত্যা করেছিল। অন্তরকে পরিশুদ্ধ করার পরিবর্তে করেছিল কলুষিত। আল্লাহ তাদের আজাব দিয়ে ধ্বংসে করে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত