
কুমিল্লার তিতাসে নতুন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে তানিয়া আক্তার লুবনা যোগদান করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের কাছ থেকে সে তার দায়িত্ব বুঝে নেন।
গত ৩ জুলাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মিলন চাকমা কুমিল্লার লাকসামে বদলী হওয়ায় পদটি শূন্য হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তানিয়া আক্তার লুবনা এর আগে ফেনীর সোনাগাজী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
সে ৩৮তম বিসিএস ব্যাচের। অবিবাহিত তানিয়া আক্তার লুবনার জন্মস্থান মুন্সিগঞ্জে হলেও লেখাপড়া করেছে ঢাকা থেকে।
গত ৮ জুলাই তিতাসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাকে বদলি করা হয়।
অবশেষে ২২ দিন পর সে তিতাসে যোগদান করেন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা দায়িত্বভার গ্রহণের পর তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি মূলত ভূমিসেবা দেওয়ার জন্য এখানে এসেছি। সবার সহযোগিতায় এই সেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই।