
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী কুতুব শাহী মসজিদের দানবাক্স ভেঙে চুরি হয়েছে লক্ষাধিক টাকা। গত রাতে দুর্বৃত্তরা মসজিদের মূল দানবাক্সটি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, প্রায় ৪৫০ বছরের পুরোনো এই মসজিদে প্রতিদিন শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন এবং নিয়মিত দান করে থাকেন। ফলে দানবাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল। চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মসজিদের বর্তমান ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরির ঘটনায় আমিও অত্যন্ত মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাকরি। ধারণা করছি দানবাক্সে ১ লাখ টাকার বেশি হবে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই মসজিদটিতে কোনো পাহারাদার বা নজরদারির ব্যবস্থা ছিল না। রাতের বেলায় মসজিদ ফাঁকা থাকায় দুর্বৃত্তরা সহজেই দানবাক্স ভাঙতে সক্ষম হয়েছে। এ বিষয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ?অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।