ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কাপাসিয়ার মইনুল হত্যার আসামি গ্রেপ্তার

কাপাসিয়ার মইনুল হত্যার আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ার চাঁদাবাজি ও মাদক কারবারের টাকা ভাগ ভাটোয়ারা নিয়ে বহুল আলোচিত জাহিদুল হত্যা মামলার প্রধান আসামি মইনুল হাসানকে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তর খান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এই মামলার ২ নং আসামি মারুফ ও তিন নং আসামি গাফফারকে গ্রেপ্তার করতে পারলেও মইনুল ঘটনার পর থেকেই পলাতক ছিল।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, তথ্য প্রযক্তির সহায়তায় পলাতক আসামি মইনুলকে ঢাকার উত্তর খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, মাদক কারবার ও চুরি ছিনতাইসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে। উল্লেখ্য, গত চার জুলাই রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়া গ্রামের খান বাড়ির সামনে মইনুল গ্রুপ ও মারুফ গ্রুপের সন্ত্রাসীরা রাস্তায় কুপিয়ে জাহিদুল ইসলামকে হত্যা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত