ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হোসেনপুরে কাঁচা সড়কের বেহাল দশা

হোসেনপুরে কাঁচা সড়কের বেহাল দশা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের ২২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শাহের বাবুর বাড়ি হয়ে বাকচান্দা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীর। তাই, রাস্তা পাকাকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

জানা গেছে, প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যরে এ গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে কোমলমতি শিশু কিশোরসহ পুরো এলাকার মানুষই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে সামান্য বৃষ্টির দিনে শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও এ গ্রামে উৎপাদিত কৃষি পণ্য বাজারে নিতে কৃষকের কষ্ট পোহাতে হচ্ছে। বিগত সরকারের আমলে ইউনিয়নের কোনো জনপ্রতিনিধি এই রাস্তার উন্নয়নে উদ্যোগ নেননি। উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার এ রাস্তাটি এলাকাবাসীর কিশোরগঞ্জ জেলা ও হোসেনপুর উপজেলা এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ এবং নান্দাইলে যোগাযোগের একমাত্র পথ। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি যোগাযোগ একমাত্র পথ হলেও শতবছর ধরে তা অবহেলিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদা-পানির জলাবদ্ধতা চলাচলে বাধার সৃষ্টি করে। গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি পাকাকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ৭ম শ্রেণির শিক্ষার্থী নিরব মিয়া বলেন, বৃষ্টির দিনে আমরা প্রতিদিন রাস্তা দিয়ে চলাচল করার সময় পা পিছলে পড়ে যাই। কেউ আমাদের দুর্ভোগের কথাটি চিন্তা করে না।

স্থানীয় হাসিম উদ্দিন জানান, রাস্তার জন্য এতদিন আমরা বলেছি। এবার আমাদের শিশুদের বলতে হচ্ছে। এটা আমাদের প্রশাসনের জন্য খুবই লজ্জার। রাস্তা সংস্কার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো। এ ব্যাপারে উপজেলা (এলজিইডি) প্রকৌশলী গালীব মোর্শীদ বলেন, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি রাস্তাটি পরিদর্শন করবেন বলেও জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত