ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় ট্রিপল মার্ডার মামলায় পালক ছেলের ফাঁসি

পাবনায় ট্রিপল মার্ডার মামলায় পালক ছেলের ফাঁসি

পাবনায় বহুল আলোচিত বাবা-মা ও বোনকে হত্যায় অভিযুক্ত পালক ছেলেকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। গতকাল সোমবার পাবনার অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক তানবীর আহমেদ এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তানভীর হোসেনের বাড়ি নওগাঁ জেলার হরিদেবপুর গ্রামে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পাবনা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার গোলাম সরোয়ার খান জুয়েল জানান, পাবনা শহরের দিলালপুর মহল্লার ফায়ার সার্ভিস সংলগ্ন এক বাসায় ২০২০ সালের ৩১ মে গভীর রাতে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশে আসামি তানভীর হোসেন তার পালক বাবা, মা ও বোনকে ধারালো অস্ত্রের সাহায্য নৃশংসভাবে হত্যা করে। নিহতরা হলেন- অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার ও তার স্ত্রী সুম্মা খাতুন এবং পালিত কন্যা সানজিদা খাতুন। তানভীরের বাড়ি নওগাঁ জেলার হরিদেবপুর গ্রামে। তিনি ব্যাংক কর্মকর্তা নিহত আব্দুল জব্বার দম্পতির পালক ছেলে ছিলেন। তিনি ফায়ার সার্ভিস মসজিদে ইমামতি করতেন। তিনি আরও জানান, বহুল আলোচিত হত্যা মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ২০২২ সালের ১১ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত