ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কটিয়াদীতে হেফাজতে ইসলামের কমিটি গঠন

কটিয়াদীতে হেফাজতে ইসলামের কমিটি গঠন

কিশোরগঞ্জের কটিয়াদীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার নতুন কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুফতি আব্দুর রশিদ ওয়াহিদীকে সভাপতি এবং মুফতি বাইজিদ আহমেদকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক মুফতী ঈসমাইল, শামছুল আলম, মাওলানা আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক রাশেদী ও মাওলানা আবু ইউসুফ। সম্প্রতি কটিয়াদী বাজারের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ছাঈদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদ রশীদ।

বিশেষ অতিথি ছিলেন- জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ জামি, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ হিফজুর রহমান খান, যুগ্ম সম্পাদক মুফতি ওমর আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম প্রমুখ। পরবর্তী সময়ে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত