ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় আতিকুর রহমান (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান উপজেলার কুরশাইট গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ওই ব্যক্তি অটোভ্যানে মাছের ফিড কেনার জন্য বনপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে কয়েন বাজারে পাবনাগামী একটি দ্রুতগতির বাস ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী আতিকুর রহমান মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পাবনার দাশুড়িয়া এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত