ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে গত সোমবার উপজেলার নওয়াপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এমদাদুল হক, পরিবেশ অধিদপ্তর যশোরের পরিদর্শক জিহাদ হোসেন। উপজেলার আলীপুরে সঠিক নিয়ম না মেনে কয়লার ড্যাম্প পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে ড্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নওয়াপাড়ার আই আরএস ইন্টারন্যাশনালকে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় এবং মজুত কয়লা অক্টোবর মাসের মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এরপর নওয়াপাড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালিত হয়। অভিযানে নওয়াপাড়া আল-মদিনা ক্লিনিকের বর্জ্য অব্যবস্থাপনায় দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও আদায় কর হয়, এ হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালকে একই অপরাধে জন্য ১০ হাজার টাকা, ফাতেমা হাসপাতাল কে একই অপরাধে ৫ হাজার টাকা, সার্জিক্যাল ক্লিনিককে ৫ হাজার টাকা ও আরোগ্য সদন (প্রা.) হাসপাতাল ৫ হাজার টাকা জরিমানা ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মমতাজ বেগম বলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উদ্যোগে অভয়নগর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় এবং ১টি কয়লার ড্যাম্পসহ ৫টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে জরিমানা করে তা আদায় করা হয়। আগামী মাসেও আমাদের অভিযান পরিচালিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত