
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে শেরপুরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব পণ্য আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
অভিযান পরিচালনা প্রসঙ্গে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় শাড়ি, আড়াই লাখ পিস বিড়ি, ৫০০ পিস গামছা, এক হাজার ১৫০ কেজি মটরশুটি, একটি মোটরসাইকেল ও চারটি গরু জব্দ করে।
আটককৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা বলে জানান তিনি।