
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা ইউএনও কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এ সময় কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার বনিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, মো. ওবায়দুল হক, মো. আনিছুর রহমান পাঠান বাবুল, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান, বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ ইউপির প্রশাসক ও কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ভ্রাম্যমাণ আদালত/মোবাইল কোর্ট পরিচালনা, মাদক নির্মূল এবং সামাজিক সমস্যা প্রতিরোধের নানা দিক নিয়ে আলোচনা হয়।